প্রকাশিত: Sat, Dec 30, 2023 10:29 PM
আপডেট: Tue, Jan 27, 2026 5:21 AM

[১]সাংবাদিকের চোখই আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা

সোহেল রানা, নীলফামারী: [২] নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন,  অর্থ সংস্থান না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন।

[৩] শনিবার নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার প্রতিদ্বন্দ্বী  প্রার্থী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। 

[৪] তিনি আরও বলেন, আচরণ-বিধি ভঙ্গের কারণে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং ভোটের পরিবেশ ভারসাম্যহীন হয় তাহলে ভোটাররা ভয় পাবে।

[৫] নির্বাচন কমিশনার বলেন, ভালো ভোট করতে হলে সবার সমন্নয় দরকার আমরা এই সমন্নয়ের বেলটা পরেছি এবং এটা যেনো মজবুত হয় সেই ব্যবস্থা আমার যাচ্ছি।আমার আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটা স্তরে নিয়োজিত করা হয়েছে। এখানে কোন রকম অস্থিতিশীল অবস্থা ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোন সুযোগ  নেই। সম্পাদনা: ইকবাল খান